কুমিল্লা জেলার হোমনা উপজেলা সদরে, উপজেলা কার্যালয় থেকে ৫০০ মিটার উত্তর-পূর্ব দিকে, পৌরসভার ৪ নং ওয়ার্ডে গৌরীপুর-হোমনা-রামচন্দ্রপুর মহাসড়কের পার্শ্বে মনোরম নিরিবিলি পরিবেশে রেহানা মজিদ মহিলা কলেজটি প্রতিষ্ঠিত।অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর, ঐতিহ্যবাহী অধ্যাপক আবদুল মজিদ কলেজ, রামচন্দ্রপুর, মুরাদনগর, কুমিল্লা এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবদুল মজিদ সাহেবের দানকৃত এক একর ৫ শতক জায়গায় তার নিজস্ব অর্থায়নে তারই সহধর্মীনি জনাব আলহাজ্ব রেহানা মজিদ এর নামানুসারে অত্র কলেজটি প্রতিষ্ঠিত হয়। ভৌত অবকাঠামো এর দিক থেকে কলেজটি খুব উন্নত না হলেও বর্তমানে আদা পাঁকা পাঁচটি টিনসেড ভবনে পাঠদান সহ কলেজের অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছে।
হোমনা, তিতাস, মেঘনা, বাঞ্ছারামপুর, আড়াই হাজার উপজেলার বিস্তৃত এলাকা জুরে নদী বেষ্টিত চরাঞ্চল খ্যাত অনুন্নত যোগাযোগ ব্যবস্থা অনগ্রসর এ জনপদটিতে নারী শিক্ষার কোন একক প্রতিষ্ঠান ছিল না। প্রচুর অর্থ ব্যয়ে অনেক কষ্ট করে শহড়-বন্দরে গিয়ে কিছু সংখ্যক ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহন করলেও অধিকাংশ গরীব মেধাবী মেয়েরাই এস. এস. সি পাশের পর লেখাপড়ার পরিসমাপ্তি ঘটত। তাই অত্র এলাকার জন সাধারণের দীর্ঘ দিনের দাবী ছিল নারীদের উচ্চ শিক্ষার জন্য একক প্রতিষ্ঠানের।
এই দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৎকালীন (১৯৯৬-২০০১) মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে জাতীয় অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন পর্যায়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার যুগান্তকারী ঘোষনায় অনুপ্রাণীত হয়ে বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন সোনার বাংলা বিনির্মানে বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আবদুল মজিদ এককভাবে তাঁর সহধর্মীনি জনাব আলহাজ্ব রেহানা মজিদ এর নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠাতা মহোদয়ের দীর্ঘ দিনের অভিজ্ঞতার, দক্ষ-ব্যবস্থাপনা, বোর্ড ও মন্ত্রনালয়ের দিক নির্দেশনা অনুসরন করে শিক্ষা, সাংস্কৃতিক, বিনোদন ও জাতীয় বিশেষ দিবস সমূহ যথাযোগ্য মর্যদায় পালনের মাধ্যমে এতদ অঞ্চলের মধ্যে একটি শ্রেষ্ঠ নারী শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। উল্লেখ্য কলেজটি প্রথম একাদশ শ্রেণী খোলার অনুমতি পায় ১৯৯৯ ইং সনে যার স্মারক নং-৭৪৭ তারিখ: ২৯/০৭/১৯৯৯, দ্বাদশ শ্রেণী খোলার অনুমতি পায় ২০০০ সনে যার স্মারক নং-১২৫৪ তারিখ: ১১/১২/২০০০ ইং। প্রথম একাডেমিক স্বীকৃতি লাভ করে ২০০২ সনে স্মারক নং-৬৮৭ তারিখ: ২৫/০৮/২০০২ এবং সর্বশেষ স্বক্রৃতি লাভ করে ২০০৯ সনে স্মারক নং-ক/প/অনু/স্বী/কুম/৭৫/২৩৮১ তারিখ: ০৯/০৪/২০০৯ ইং।
কলেজটি এখনো এম. পি. ও ভূক্তি হয়নি। তবে বিগত ০৭/১১/২০১০ ইং সালে মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা জেলার তিতাস উপজেলার মাঠে এক বিশাল জনসভায় কলেজটিকে এম. পি. ও ভূক্তি করার ঘোষণা দেন। যা প্রধানমন্ত্রীর কার্যালয়ের তাঁর একান্ত সচিবের স্বাক্ষরীত পত্র স্মারক নং- ৪৯৭১ তারিখ: ২৩/১১/২০১০ এর মাধ্যমে শিক্ষা মন্ত্রনালয়কে জরুরী ভিত্তিতে তা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন তথা কলেজটি এম. পি. ও ভূক্তি শিক্ষা মন্ত্রনালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোঃ মুজিবুর রহমান | ০১৮১৯৬৭১৭৫৩ | mojibur_homnap@yahoo.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
সুলতানা রাজিয়া আক্তার | 0 | rehanamajidmohilacollege@gmail.com |
![]() |
রেহেনারা বেগম | 0 | rehanamajidmohilacollege@gmail.com |
![]() |
জোছনা আক্তার | 0 | rehanamajidmohilacollege@gmail.com |
একাদশ - ২৭২
দ্বাদশ - ২৮৪
এডহক কমিটি।
মেয়াদ : ২০/০৮/২০১১ ইং হতে ১৯/০২/২০১২ ইং পর্যন্ত।
সভাপতি : জনাব মোহাম্মদ হেলাল হোসেন,
উপজেলা নির্বাহী অফিসার, হোমনা, কুমিল্লা।
প্রতিষ্ঠাতা : জনাব আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আবদুল মজিদ।
অভিভাবক প্রতিনিধি : জনাব মোঃ রমিজ উদ্দিন।
শিক্ষক প্রতিনিধি : সুলতানা রাজিয়া আক্তার, প্রভাষক , রসায়ন।
অধ্যক্ষ / সদস্য সচিব : মোঃ মুজিবুর রহমান।
অধ্যক্ষ, রেহানা মজিদ মহিলা কলেজ, হোমনা, কুমিল্লা।
বিগত ৫ বছরের সমাপনী / পাবলিক পরীক্ষার ফলাফল : | ২০০৭ সনের এইচ. এস. সি পাবলিক পরীক্ষার ফলাফলঃ
| |||||||||||
বিভাগ | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট উত্তীর্ণ | % কলেজ | % বোর্ড | মন্তব্য | |
বিজ্ঞান | ১৫ | ০৪ | ০৬ | ০২ | ০২ | -- | -- | ১৪ | ৯৩.৩৩% | ৬৫.৭৫% |
| |
মানবিক | ৫৩ | --- | ১০ | ১১ | ১০ | ১০ | -- | ৪১ | ৭৭.৩৫% | |||
ব্যবসায় শিক্ষা | ৫৬ | ০১ | ২১ | ১৭ | ০৯ | ০৬ | -- | ৫৪ | ৯৬.৪২% | |||
মোট | ১২৪ | ০৫ | ৩৭ | ৩০ | ২১ | ১৬ | -- | ১০৯ | ৮৭.৯০% | |||
২০০৮ সনের এইচ. এস. সি পাবলিক পরীক্ষার ফলাফলঃ
|
|
| ||||||||||
বিভাগ | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট উত্তীর্ণ | % কলেজ | % বোর্ড | মন্তব্য | |
বিজ্ঞান | ২৬ | ০১ | ১১ | ০৬ | ০৭ | --- | --- | ২৫ | ৯৯.১৫% | ৭৭.৩৩% |
| |
মানবিক | ৮৬ | --- | ১৫ | ২৪ | ৩০ | ১৬ | ০১ | ৮৬ | ১০০% | |||
ব্যবসায় শিক্ষা | ৫২ | ০২ | ১৭ | ১১ | ১৩ | ০৩ | --- | ৪৬ | ৮৮.৪৬% | |||
মোট | ১৬৪ | ০৩ | ৪৩ | ৪১ | ৫০ | ১৯ | ০১ | ১৫৭ | ৯৫.৭৩% |
| ২০০৯ সনের এইচ. এস. সি পাবলিক পরীক্ষার ফলাফলঃ
|
|
| |||||||||
বিভাগ | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট উত্তীর্ণ | % কলেজ | % বোর্ড | মন্তব্য | |
বিজ্ঞান | ২৩ | ০২ | ০৭ | ০৩ | ০৩ | --- | --- | ১৫ | ৬৫.২১% | ৬৬.৯৯% |
| |
মানবিক | ৬৬ | --- | ০৭ | ১৬ | ১২ | ০৯ | --- | ৪৪ | ৬৬.৬৬% | |||
ব্যবসায় শিক্ষা | ৭৪ | ০২ | ২২ | ১২ | ১০ | ১৫ | --- | ৬১ | ৮২.৪৩% | |||
মোট | ১৬৩ | ০৪ | ৩৬ | ৩১ | ২৫ | ২৪ | --- | ১২০ | ৭৩.৬১% | |||
২০১০ সনের এইচ. এস. সি পাবলিক পরীক্ষার ফলাফল |
|
| ||||||||||
বিভাগ | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট উত্তীর্ণ | % কলেজ | % বোর্ড | মন্তব্য | |
বিজ্ঞান | ৪১ | ০৩ | ১১ | ০৮ | ০৮ | ০১ | --- | ৩১ | ৭৫.৬০% | ৭৩.১৩% |
| |
মানবিক | ৯৮ | ০২ | ১৫ | ২০ | ২৩ | ২১ | ০৩ | ৮৪ | ৮৫.৭১% | |||
ব্যবসায় শিক্ষা | ১০৩ | ০১ | ৩৫ | ২৩ | ২৬ | ১৪ | --- | ৯৯ | ৯৬.১১% | |||
মোট | ২৪২ | ০৬ | ৬১ | ৫১ | ৫৭ | ৩৬ | ০৩ | ২১৪ | ৮৮.৪২% | |||
২০১১ সনের এইচ. এস. সি পাবলিক পরীক্ষার ফলাফলঃ
|
|
| ||||||||||
বিভাগ | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট উত্তীর্ণ | % কলেজ | % বোর্ড | মন্তব্য | |
বিজ্ঞান | ৩১ | ০১ | ০৩ | ০৬ | ০৪ | ০১ | ০২ | ১৫ | ৪৮.৩৮% | ৬৮.৬৮% |
| |
মানবিক | ১৩৫ | ০২ | ১৫ | ১০ | ২৩ | ১৬ | --- | ৬৮ | ৫০.৩৭% | |||
ব্যবসায় শিক্ষা | ৮২ | ০৩ | ২০ | ১৫ | ১৭ | ১১ | --- | ৬৬ | ৮০.৪৮% | |||
মোট | ২৪৮ | ০৬ | ৩৮ | ৩১ | ৪৪ | ২৮ | ০২ | ১৪৯ | ৬০.০৮% |
কলেজটি উপবৃত্তি ভোগী প্রতিষ্ঠানের আওতাধীন। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ছাত্রীর ৪০% গরীব, মেধাবী, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় যথাক্রমে ১৫১ জন ও ১৫৫ জন ছাত্রী উপবৃত্তি পায়।
তাছাড়া ২০১০ সালের পাবলিক পরীক্ষায় মেধা কোটায়-০৭ জন, ২০০৯ সালের পাবলিক পরীক্ষায় মেধা কোটায়-০২ জন মেধা বৃত্তি পেয়েছে।
*প্রতিষ্ঠালগ্ন থেকে এতদ অঞ্চলের নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে শিক্ষা, সাংস্কৃতি, বিনোদন, জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে ইতমধ্যে একটি শ্রেষ্ঠ নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
*প্রথম পাবলিক পরীক্ষায় অংশ গ্রহন করে মেধাস্থান লাভ করে।
*প্রত্যেক বছর গড়ে ৮৫% উত্তীর্ণসহ উল্লেখসংখ্যক এ+ প্রাপ্তি জাতীয় শিক্ষাসপ্তাহ উৎযাপনে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ।
*কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার।
*জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগীতায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন।
*বোর্ডের পাবলিক পরীক্ষায় উল্লেখ সংখ্যক এ+ সহ ৯৬% উত্তীর্ণ হয়ে বোর্ডের সেরা দশেল মধ্য থেকে অভিনন্দন সনদ প্রাপ্তি।
*মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি উল্লেখযোগ্য অর্জন। তাছাড়া অত্র কলেজ থেকে পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রীরা বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (মেডিকেল, বুয়েট, বিশ্ববিদ্যালয়) এ অধ্যয়নর এবং অনেক ছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে কর্ম সম্পন্ন করছেন যা অত্র প্রতিষ্ঠানেরই অর্জন বলে আমরা বিশ্বাস করি।
*পাবলিক পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ সহ উল্লেখযোগ্য সংখ্যক এ+ পাওয়ার যোগ্য প্রতিষ্ঠান হিসেবে বোর্ডের তথা দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
* আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কর্মমূখী ও দক্ষ জনশক্তি গড়ে তোলে আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
* অত্র প্রতিষ্ঠানটিকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উন্নীত করে এতদ অঞ্চলের মেধাবী গরীব ছাত্রীদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করা।
* শিক্ষার সাথে সাথে সাংস্কৃতি, খেলাধূলা, বিনোদন ও জাতীয় পর্যপয়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার মত যোগ্য শিক্ষার্থী তৈরী করতে পরিকল্পনা আমাদের রয়েছে।
মোবাইল নম্বর : ০১৮১৯৬৭১৭৫৩, ০১৭১৮৩০৯৮৪০
rehanmojidmohilacollage@yahoo.com