উপজেলা প্রশাসন, হোমনা, কুমিল্লা কর্তৃক পরিচালিত ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষাণার্থী ভর্তির লক্ষ্যে ২১-৩৫ বছর বয়সী হোমনা উপজেলার কর্ম প্রত্যাশী বেকার যুব ও যুব মহিলাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাদি:
০১। বর্ণিত কোর্সে/ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীদের বয়স অবশ্যই ২১-৩৫ বছর এর মধ্যে এবং বেকার যুবক ও যুবনারী হতে হবে।
০২। নির্ধারিত আবেদন ফরম আবেদন করতে হবে।
০৩। আবেদনপত্রের সাথে ক) সদ্য তোলা ০২(দুই)কপি পাসপোর্ট সাইজের ছবি। খ) জাতীয় পরিচয়পত্র (আবশ্যক), গ) পৌসভার মেয়র/স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সদন ও ঘ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র সাথে আনতে হবে।
০৪। লিখিত পরিক্ষা/সাক্ষাৎ এর জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে যথা সময়ে হাজির হতে হবে। এ জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
০৫। ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
০৬। ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষণার্থীগণকে মোবাইল নম্বর ও হোয়াটসআপ নম্বর আবশ্যিকভাবে দিতে হবে।
প্রশিক্ষণের শর্তাবলী:
০১। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণের সকল নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে এবং নিয়মিত নির্ধারিত সময়ে প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত থাকতে হবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস