হোমনার উল্লেখযোগ্য নদী তিতাস ও মেঘনা।একসময় কাঠালিয়া নদী ছিল খরস্রোতা কিন্তু আজ সেটি শান্ত। তিতাস নদীর মাধ্যমে হোমনা বাঞ্ছারামপুর উপজেলা ভাগ হয়েছে। তিতাসের দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার. ১২২ মিটার। এটি ব্রাহ্মনবাড়ীয়ার বাঞ্ছারামপুর , হোমনা দিয়ে প্রবাহিত হয়ে ।শ্রীমদ্দি গ্রামের কাছে দিয়ে মিলেছে মেঘনায়। এক সময় এ নদীই ছিল হোমনা উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও তিতাস নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পার করা হয়।বর্তমানে এই নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস