Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

হোমনা উপজেলার পটভূমিঃ কুমিল্লা জেলার হোমনা থানা ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত। ১৩২.৭৯ বর্গকিলোমিটার আয়তনের হোমনা উপজেলা একটি ভাটি এলাকা। হোমনা উপজেলার পশ্চিমে মেঘনা, পূর্বে মুরাদনগর, উত্তরে বি-বাড়ীয়া, দক্ষিনে দাউদকান্দি উপজেলা।

 

২০০৮ সালে সরকারের ঘোষনা মতে হোমনা উপজেলা পরিষদ গঠিত হয়। বর্তমানে ০১ জন উপজেলা চেয়ারম্যান, ০১ জন ভাইস চেয়ারম্যান, ও ০১ জন মহিলা ভাইস চেয়ারম্যান সহ উপজেলার পরিষদে সরকারের ন্যাস্তকৃত ১৩টি বিভাগ  যথাক্রমে,(১) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ২) উপজেলা প্রকৌশলীর কার্যালয়, ৩) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, ৪) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, ৫) উপজেলা মৎস্য অফিস, ৬) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, ৭) উপজেলা পরিবার পরিকল্পনা  অফিস, ৮) উপজেলা প্রানী সম্পদ অফিস, ৯) উপজেলা যুব উন্নয়ন অফিস,১০) উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য অফিস, ১১) উপজেলা শিক্ষা অফিস, ১২) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস, ১৩) উপজেলা সমাজ সেবা অফিস,  এবং ০১টি  পৌরসভার মেয়র এবং ০৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সমন্বয়ে উপজেলা পরিষদ একটি প্রশাসনিক ইউনিট হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া ১) উপজেলা পরিসংখ্যান অফিস,২) উপজেলা সমবায় অফিস, ৩)উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ৪) উপজেলা আনসার ভিডিপি অফিস, ৫) উপজেলা হিসাব রক্ষণ অফিস, ৬) উপজেলা পল্লী উন্নয়ন অফিস, ৭) উপজেলা নির্বাচন , ৮)উপজেলা সেটেলম্যান্ট অফিস, ৯) উপজেলা সাব রেজিষ্টার অফিস, ১০) উপ-সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল, ১১) সহকারী কমিশনার (ভূমি),১২) হোমনা থানা, কার্যালয় সমূহ উপজেলা পরিষদ বর্হিভুত কার্যালয় হিসেবে স্ব-স্ব মন্ত্রণালয়ের অধীন দায়িত্ব পালন করছে।